সৃজিত-মিথিলার বিচ্ছেদ জল্পনা, নতুন বন্ধুত্ব নিয়ে আলোচনায় পরিচালক!
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করেছেন পডকাস্টে। পডকাস্টের দুদিনের মধ্যেই পরিচালক সৃজিত মুখার্জি দেখা গেলেন নতুন বান্ধবী সুস্মিতার সঙ্গে ঘুরতে। এই ছবি প্রকাশ্যে আসার পরই তাদের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে পৌঁছেছে।
শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিত-মিথিলার ছবি শেয়ার করার পরিবর্তে এবার সৃজিত সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, পূজা মন্ডপে তারা মিষ্টি হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, “শুভ সপ্তমী”।
নেটিজেনরা দ্রুতই ছবির মাধ্যমে নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে সুস্মিতা বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমরা দুজনে খুব ভালো বন্ধু। অল্প সময়ের মধ্যেই ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে আলোচনা করছেন, তাদের নিয়ে আমার কিছু বলার নেই।”
উল্লেখ্য, সুস্মিতা সম্প্রতি সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে প্রথমবার কাজ করেছেন। এই প্রজেক্টের মধ্যেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী এবং মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন।
সৃজিত-মিথিলার বিয়ে এক সময় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।


