মানুষের ভালোবাসার শিখরে থেকে বিদায় নেওয়াই বেটার — তাহসান খান
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের গানের ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষণা ভক্তদের মন ভেঙেছিল। দীর্ঘ পঁচিশ বছরের সঙ্গীত জীবনে শ্রোতাদের মন জয় করলেও রজত জয়ন্তীতে পা রেখে তিনি নিজেকে গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সেপ্টেম্বরের অস্ট্রেলিয়া ট্যুরে তিনি জানিয়েছিলেন, এটি তার শেষ পারফর্ম হবে এবং ধাপে ধাপে গান থেকে সরে আসবেন। তবে ঢাকায় ফিরেই সম্প্রতি এক প্রযুক্তিভিত্তিক ইভেন্টে মঞ্চে দেখা মিলল তাহসানকে। সেখানে তিনি পিয়ানো বাজিয়ে ও মাইক হাতে গান পরিবেশন করেন, ভক্তদের হৃদয় জয় করে।
এক প্রশ্নের জবাবে তাহসান বলেন, “আমি ততক্ষণ পর্যন্ত মঞ্চে থাকব যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসা পাব। অন্য ক্যারিয়ারে যেমন রিটায়ারমেন্ট হয়, সঙ্গীতে মানুষ ভুলে যেতে পারে। তাই মানুষের ভালোবাসার শিখরে থেকে বিদায় নেওয়াই বেটার।”
তিনি আরও যোগ করেন, “আমার ভাই একবার বলেছিলেন, শিল্পীর ক্যারিয়ারের সময়কাল খুব সীমিত, কিন্তু আর্টের মূল্য তার বিদায়ের পরও থাকে। সেটি মনে রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি।”
তাহসান এখনো মঞ্চে গান পরিবেশন করছেন, কিন্তু ভক্তরা জিজ্ঞাসা করছেন—এটাই কি তার শেষ পারফর্ম? সেই প্রশ্নের উত্তর নির্দিষ্টভাবে দেননি গায়ক, তবে মানুষের ভালোবাসা থাকলেই মঞ্চে থাকার আনন্দ যথেষ্ট বলেই জানান তিনি।


