স্বপ্নের পথে সাহসী হওয়াই সবচেয়ে বড় শিক্ষা — লক্ষ্য লালওয়ানি
বছর দশেক আগে টেলিভিশন সিরিজের মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেছিলেন লক্ষ্য লালওয়ানি। ‘ওয়ারিয়র হাই’ দিয়ে শুরু করে পরবর্তীতে ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’ ও ‘পৌরস’ সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া শাহরুখপুত্র আরিয়ান খানের অভিষেক সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছে। এর আগে গত বছর ‘কিল’ সিনেমা দিয়ে প্রথম বড় পর্দার পরিচয় পেয়েছিলেন লক্ষ্য।
লক্ষ্য জানান, বড় পর্দায় নিজের স্বপ্ন পূরণ করা সহজ ছিল না। ‘কিল’ সিনেমা মুক্তির আগে তিনি দৈনিক ভালো পারিশ্রমিক পাওয়া টেলিভিশন সিরিজের চাকরি ছেড়ে দেন। এরপর ২০১৯ সালে করণ জোহরের ধর্মা প্রডাকশনের সঙ্গে তিনটি সিনেমার চুক্তি স্বাক্ষর করেন।
সেই সময় ‘দোস্তানা ২’ ও ‘বেধড়ক’ সিনেমার শুটিং করোনা মহামারির কারণে স্থগিত হয়। অবশেষে ২০২৪ সালে ‘কিল’ সিনেমার মাধ্যমে তিনি দর্শক মহলে নিজের জায়গা তৈরি করেন।
লক্ষ্য লালওয়ানি বলেন, “সিনেমার জন্য টেলিভিশনে প্রতিদিন ১৫ হাজার রুপি আয় করতাম। কিন্তু স্বপ্নের পথে এগোনোর জন্য সেই নিরাপদ পথ ছেড়ে অনিশ্চয়তার পথ বেছে নিলাম।”
তিনি আরও জানান, বাবার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত সরল: “বাবা বলেছিলেন, তুমি প্রতিদিন যত টাকা আয় করো, সেটাই আমার মাসিক বেতন। সমস্যা কোথায়?” এই কথাই তাকে সাহস জুগিয়েছে বড় পর্দার জন্য ঝুঁকি নিতে।
‘দ্য ব্যাডস অব বলিউড’-এ লক্ষ্য লালওয়ানির সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বাম্বা, আনিয়া সিং, মনোজ পাহওয়া, মোনা সিং ও মণীশ চৌধুরী প্রমুখ।
ভবিষ্যতে তাকে দেখা যাবে বিবেক সোনির ‘চাঁদ মেরা দিল’ ছবিতে, যেখানে তার বিপরীতে থাকবেন অনন্যা পাণ্ডে।
লক্ষ্য লালওয়ানি বলছেন, “স্বপ্নের পথে সাহসী হওয়াই সবচেয়ে বড় শিক্ষা। প্রতিদিনের আয় ছেড়ে নিজের স্বপ্নকে বেছে নেওয়াই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে।”


