সানি সংস্কারি কি তুলসী কুমারী’ বক্স অফিসে মন্থর, দর্শকের প্রশংসা অব্যাহত!
দশেরার ছুটিতে মুক্তি পাওয়া বলিউডের রোমান্টিক কমেডি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ দর্শকের মন জয় করলেও বক্স অফিসে এখনো কাঙ্ক্ষিত সফলতা পায়নি। শশাঙ্ক খৈতান পরিচালিত এবং ধর্ম প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মলহোত্রা এবং রোহিত সরফ।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির সপ্তম দিনে ছবিটি মাত্র ২.০৮ কোটি টাকা আয় করেছে, যা এখন পর্যন্ত একদিনের সর্বনিম্ন সংগ্রহ। এ পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়েছে ৩৮.৫৮ কোটি টাকা।
সিনেমা বিশ্লেষকরা মনে করছেন, চলমান প্রতিদ্বন্দ্বিতা এবং শক্তিশালী অন্যান্য সিনেমার কারণে ছবিটি ৫০ কোটির ঘর অতিক্রম করতে পারবে না। বিশেষ করে ঋষভ শেট্টির অ্যাকশন-ড্রামা ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ছবিটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
অন্যদিকে, দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির প্রশংসা করেছেন। অনেকে এটিকে ‘মজাদার’ এবং ‘হালকা চালের কমেডি’ হিসেবে বর্ণনা করেছেন। বিশেষভাবে বরুণ-জাহ্নবীর রসায়ন, তারকা অভিনেতাদের কমিক টাইমিং এবং সিনেমার হালকা বিনোদনমূলক গল্প দর্শকের মন জয় করেছে।
ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় ওবেরয়, মণীশ পাল এবং অভিনব শর্মা, যারা গল্পে কমেডি ও রোমান্সের সুর বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


