‘দ্য ব্যাডস অফ বলিউড’ হিট, সাফল্যে মুখ খুললেন আরিয়ান খান!
বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বর্তমানে আলোচনার কেন্দ্রে। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। এবার সিরিজটির সাফল্য নিয়ে নিজেই মুখ খুললেন আরিয়ান।
এক বিবৃতিতে তিনি বলেন, “যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।” সিরিজের চরিত্র রজত বেদি-র মুখে বলা এই সংলাপটি তাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করে বলেও জানান আরিয়ান।
তিনি আরও বলেন, “এই সিরিজের গল্প একসময় শুধু আমার নিজের ছিল, কিন্তু এখন তা অসংখ্য মানুষের গল্পে পরিণত হয়েছে। সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, তা অসাধারণ।”
আরিয়ান জানান, সিরিজের আরেক চরিত্র ‘জরজ’-এর সংলাপ “এবার চিনতে পারছ আমি কে?”— আজ তার নিজের বাস্তবতার প্রতিফলন। তিনি বোঝাতে চান, দর্শক এখন তাকে কেবল ‘শাহরুখপুত্র’ নয়, একজন নির্মাতা হিসেবে চিনতে শুরু করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে সিরিজটির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, অভিযোগ ছিল— একটি চরিত্রের মাধ্যমে তাকে হেয় করা হয়েছে। তবে পরবর্তীতে দিল্লি হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয়।


