২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ জানাবে ভর্তি কমিটি!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রবিবার (১২ অক্টোবর) ডিনস কমিটির সভা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার (১৩ অক্টোবর) ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ডিনস কমিটির সভায় বিভিন্ন ইউনিটের দায়িত্বে থাকা ডিনরা ভর্তি পরীক্ষা ও তারিখ সম্পর্কিত বিষয় আলোচনা করেন। পরদিন ভর্তি কমিটির সভায় এ বিষয় চূড়ান্ত করা হয়।”
প্রাথমিকভাবে জানা গেছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে।
সূত্র জানায়, ডিনস কমিটির সভায় সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
২৮ নভেম্বর: আইবিএ ইউনিট
২৯ নভেম্বর: চারুকলা ইউনিট
৬ ডিসেম্বর: ব্যবসা শিক্ষা ইউনিট
১৩ ডিসেম্বর: বিজ্ঞান ইউনিট
২০ ডিসেম্বর: কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট
উপ-উপাচার্য ড. সায়মা হক বিদিশা জানান, “ভর্তির সময় ও তারিখ নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য, ছুটি এবং রেজাল্ট প্রকাশের সময় বিবেচনা করা হয়। যদি কোনও নতুন প্রস্তাব আসে, তা নিয়ে আলোচনা করা হয় এবং ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হয়।”
জানানো হয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া নভেম্বরের শুরুতে শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখের বিষয়টি ডিনস কমিটি ও ভর্তি কমিটির সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


