দেশের অর্থনীতি স্বস্তিতে, দারিদ্র্য বিমোচনে চ্যালেঞ্জ রয়ে গেছে!
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিতে আছে, তবে দারিদ্র্য বিমোচনসহ কিছু চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মূল্যস্ফীতি আগের তুলনায় কমে এসেছে।
ড. সালেহউদ্দিন আরও জানান, সরকারি মজুত বাড়াতে ৫০ হাজার টন চাল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় ৫০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


