নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৬ জনের মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কে ইসলামিয়া আলিম মাদরাসার সামনে। কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের মো. সুমন (৩০), বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭) এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী তানিম হাসান (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজদী থেকে বসুরহাটগামী অটোরিকশাটি ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ফিরোজ আলম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস কে দেবনাথ বলেন, আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আরও দুইজন মারা গেছেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


