শুভশ্রী গাঙ্গুলী ফিরছেন নতুন ওয়েব সিরিজে!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ফের ওটিটি দুনিয়ায় ফিরে আসছেন নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’ নিয়ে। অদিতি রায় পরিচালিত এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে।
ওটিটি অভিষেক হয়েছিল জনপ্রিয় সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে, যেখানে তার অভিনয় দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল। এবার ‘অনুসন্ধান’-এ তিনি এমন এক রহস্য উদঘাটন করবেন যেখানে জেলের মহিলা বন্দিরা গর্ভবতী হয়ে যাচ্ছেন, অথচ কোনো পুরুষের উপস্থিতি নেই। সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী এই স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং রহস্যের কাহিনি উদঘাটনের চেষ্টা করবেন।
শুভশ্রীর সঙ্গে সিরিজে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায় ও সৌম্য বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিকও।
মুক্তির দিনক্ষণ প্রকাশ করা হয়েছে; ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ দর্শকরা দেখতে পারবেন এই নতুন সিরিজ।


