রাকসু নির্বাচনে প্রার্থীর প্রচারণায় মায়ের অংশগ্রহণ, আচরণবিধিতে নিষিদ্ধ!
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী নূর নবীর সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন তার মা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকেই তিনি ক্যাম্পাসে ঘুরে ছেলের পক্ষে প্রচারণা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রচারণায় অংশ নিয়ে নূর নবীর মা বলেন, আমার ছেলে নির্বাচন করছে, সেজন্য আমি দেখতে এলাম। খুব ভালো লাগছে ছেলে নির্বাচন করছে, ছেলেকে উৎসাহ দিতে আমিও একটু অংশগ্রহণ করলাম তার সাথে।
তবে রাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোটার ও প্রার্থী ছাড়া অন্য কেউ কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না।
আচরণবিধির ৪(গ) ধারায় বলা আছে—রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী ও ভোটার ব্যতীত অন্য কেউ কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না।
এ বিষয়ে নূর নবী বলেন, "আসলে এটা প্রচারণা না, আম্মা আসছে আমাকে দেখতে। যেহেতু ক্যাম্পাসে এসেছে, তাই সঙ্গে ঘুরে দেখছে। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমি ভেবেছিলাম নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু সবাই ইতিবাচকভাবেই নিচ্ছে।"
উল্লেখ্য, পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।


