হাজারও নেতাকর্মী নিয়ে সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও প্রচারণা
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম করেছেন সুনামগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক নুরুল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর ৪ আসনের হাজারও নেতাকর্মীদের নিয়ে র্যালী বের করা হয়। সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করা হয়। পরে র্যালী পুনরায় পুরাতন বাস স্টেশনে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত পথ সভায় নুরুল ইসলাম নুরুল জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিগত ১৭ আগে সুনামগঞ্জ সবকটি আসন বিএনপির ছিল। কিন্তু ফ্যাসিস্ট আমলে রাতের অন্ধকারে জোর করে ভোট নিয়ে তারা নিজেরা সরকার গটন করেছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটিয়েছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সুনামগঞ্জ সদর আসনসহ পাঁচ পাঁচটি আসনই আমরা দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, অ্যাডভোকেট মাসুক আল, অ্যাডভোকেট শেরেনুর আলী, আবুল কালাম, আতম মিসবাহ প্রমুখ।
এসময় জেলা নেতৃবৃন্দসহ সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।


