ভোটের বিনিময়ে ‘জান্নাত’ দেয়ার অপপ্রচারের নিন্দা: মাহমুদু হাসান (বাবু)
চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদু হাসান খান (বাবু) বলেছেন, কিছু প্রতিদ্বন্দ্বী দল ভোটের বিনিময়ে মানুষকে 'জান্নাত' দেবার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে — যা মিথ্যাচার এবং ন্যায়সঙ্গত নয়। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জীবননগর পৌরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "মিথ্যা কথা বলার দিন শেষ। নতুন প্রজন্ম শিক্ষিত, পুরোনো প্রজন্ম অভিজ্ঞ — ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যায় না। যারা ভোটের বিনিময়ে জান্নাত দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করুন — যদি একজন খ্রিস্টান ভাই-বোন তাদের দেয়া প্রতিশ্রুতির মুখে ভোট দেয়, তাহলে কি তিনি জান্নাত পাবে?"
মাহমুদু হাসান আরো বলেন, "যারা আপনাদের বিভ্রান্ত করতে আসে তারা শুধুমাত্র ভোট পেতে আসে; ভোট পার হওয়ার পর তাদের খুঁজে পাবেন না।"
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ স্মরণ করে তিনি বলেন, "তৎকালীন সময় ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। অসংখ্য মা-বোন তাদের ইজ্জত বিসর্জন দিয়েছিলেন। যারা তখন পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতা করেছিল—তাদের আমরা ক্ষমা করবো না, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না।"
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি আরও বলেন, "বাংলাদেশে একমাত্র দল হিসেবে বিএনপি বাংলাদেশের ও জনগণের পক্ষে কথা বলে। ৫ আগস্টে পালিয়ে যাওয়া ব্যক্তির কিবলা ভারতে; যাঁরা ভোটের লোভ দেখিয়ে আপনাদের জাল প্রতিশ্রুতি দেবার চেষ্টা করে তাদের কিবলা পাকিস্তানে—আসলে আমরা দেশের মাটিতেই সব কিছুকে সহ্য করে দাঁড়িয়ে আছি।"
সভা শেষে তিনি স্থানীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে সবধরণের বিভ্রান্তিকর প্রচারণা প্রতিহত করার আহ্বান জানান।


