শেরপুরে বিএনপির নারী সমাবেশ: ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান!
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের নাগপাড়া এলাকায় শেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু সামার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, সদস্য আমিনুল ইসলাম শিপন চেয়ারম্যান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সি: সহ সভাপতি আব্দুস সালাম বিএসসি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. লতিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (কাউন্সিলর), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, সদস্য সচিব রুমান মিয়া, জেলা মহিলা দলের সহ- সভাপতি পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুম, শহর মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম পাপড়ীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় সফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা ধানের শীষের প্রার্থীর পক্ষে কথা বলি। তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলি। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় বসাতে জনগণের ধারে ধারে যাচ্ছি। ভোট চুরি করে নয় জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন করবে। আর এ জন্য নারীদের সমর্থন অর্জন করতে হবে। আমাদের মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই কাজ করতে হবে।


