সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত তিন!
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরস্থ বিজিবি ব্যাটালিয়নের সামনে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিছেন চিকিৎসক।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে আসা খান পরিবহন চুয়াডাঙ্গায় আসছিল। এ সময় বর্ডার গার্ড হাসপাতালের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাহফুজুর রহমান নিহত হয়। পরে বিজিবি সদস্যরা আহতের উদ্ধার করে বর্ডার গার্ড হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, "আহত তিনজনের মধ্যে তুহিন নামের একজনের অবস্থা আশংকাজনক। তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। "


