আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৫
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুচক্রিমহল পতিত ফ্যাসিস্টদের পুর্নবাসনের জন্য কাজ করছে-বকুল

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের কালো টাকায় বিক্রি হয়ে একটি কুচক্রিমহল ফ্যাসিস্টদের পুর্নবাসনের জন্য কাজ করছে, কিন্তু দেশের জনগণ এখন সচেতন তারাই ষড়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দেবে।
বকুল বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমরা আন্দোলনের প্রথম ধাপ শেষ করেছি। কিন্তু জনগণের ভোটাধিকারের আন্দোলন এখনো শেষ হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দীর্ঘ ১৬বছর ধরে জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে। দেশের মানুষ অপেক্ষায় আছে দীর্ঘ ১৬বছর পরে ভোট প্রদানের জন্য। তিনি অবাধ ও সুষ্ঠ ভোটের পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্য অবিলম্বে অর্ন্তবরতিকালিন সরকারকে নির্বাচনি রোডম্যাপ ঘোষনার দাবি জানান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৪টায় খালিশপুর থানা অন্তর্গত ১০ নং ওয়ার্ডের রেললাইনের পাশে অসহায় দুস্থ ও নিম্নবিত্ত মানুষের মাঝে শীতের কাপড় বিতরণকালে গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সর্ম্পকে প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলন একটি সাংগঠনিক প্রক্রিয়া। ইতমধ্যে নগরীর ওয়ার্ড থানার সম্মেলন সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করবো চলতি জানুয়ারি মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করার। যদি সেটা সম্ভব না হয় তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্মেলন শেষ করা হবে। সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারির ১৫ তারিখ। সুন্দর পরিবেশে কাউন্সিলের মাধ্যমে সম্মেলন শেষ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত লুটেরা সরকার পাটকলগুলো বন্ধ করে দিয়েছে। শ্রমিকদেও ন্যায্য পাওনাও পরিশোধ করেনি। দেশের গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আবারো পাটকলগুলো চালু করা হবে বলে তিনি আশাব্যাক্ত করেন। বিএনপি জনগণের দল উল্লেখ করে কেন্দ্রীয় এ নেতা বলেন, দেশের মানুষ যখনই কোন বিপদে পড়েছে তখনই জিয়া পরিবার এগিয়ে এসেছে। দেশের সব সংকটে নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাঁচতে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই জাতিকে মুক্ত করেছেন তারেক রহমান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের কালো টাকায় বিক্রি হয়ে একটি কুচক্রিমহল ফ্যাসিস্টদের পুর্নবাসনের জন্য কাজ করছে কিন্তু দেশের জনগণ এখন সচেতন তারাই ষড়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দেবেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, এড. মোহাম্মাদ আলী বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর