![](https://timestodaybd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://timestodaybd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা চাই সংস্কার করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে এ সরকার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে মুন্সিঞ্জের সিরাজদিখানে গণঅধিকার পরিষদ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যাবস্থা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, এ সরকার কেয়ারটেকার সরকার না। অন্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার তিনমাসের কোনো দায়িত্ব প্রাপ্ত সরকার না। শত সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে আজকে এ অন্তর্বর্তীকালীন সরকার।
গণঅধিকার পরিষদের মুন্সিগঞ্জ জেলার আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শীতার্ত প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় সহ-সভাপতি হবিবুর রহমান রিজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।