আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৫
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে হলফনামা তৈরির ঘটনায় আটক ৩

বগুড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে হলফনামা তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা সদর উপজেলার উত্তর গিদারি গ্রামের সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের ওহাব শিপন (৩০) ও একই গ্রামের আক্তারুজ্জামান (৩৮)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, সুমাইয়া নামের এক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুব স্বাক্ষরিত একটি হলফনামা জমা দেন। শিক্ষা বোর্ড হলফনামার কপি যাচাই করার জন্য বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে পাঠান। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলফনামায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুবের স্বাক্ষর দেখে সন্দেহ হয়। কারন আসমা মাহবুব ২০২১ সাল পর্যন্ত বগুড়ায় কর্মরত ছিলেন।
বিষয়টি তাৎক্ষনিক ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অব¯ি’ত স্ট্যাম্প ভেন্ডার থেকে তিনজনকে গ্রেপ্তার করে। মোস্তাফিজ হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর