আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩০
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দখলবাজির অভিযোগে মোরেলগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমুর্তি নষ্ট হয়।

এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত মোতাবেক পরপর ৩টি নোটিশের পরে আজ তাকে দল থেকে বহিস্কার ও সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানার জন্য চেষ্টা করে আমির আলীকে মুঠোফোনে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর