আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তানবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারী থানার কাপ্তানবাজারে পূর্ব শত্রুতার জেরে আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহত আল আমিনের ছোট ভাই সুমন ও বিজয় গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।

আহত সুমন বলেন, আমাদের গুলিস্তানের পাশে কাপ্তান বাজারে নাটোর বনজ স্টোর নামে একটি শরবতের দোকান আছে। সাত-আট মাস আগে আমার দোকানের সামনে একজন মোটরসাইকেল রেখেছিলেন। তাকে আমি বলেছিলাম ভাই আমার দোকানের সামনে না রেখে একটু সাইড করে রাখেন। এ নিয়ে তখন তার সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। আমি ওই লোকটার নামও জানি না।

আজকে প্রথমে সোহান নামে একজনকে নিয়ে সাত আট জন প্রথম আমার দোকানে আসে এবং প্রথমে দোকান ভাঙচুর চালায়। পরে আমার ছোট ভাই বাধা দিলে পরে ৩০ থেকে ৪০ জন এসে এলোপাথাড়ি কোপাতে থাকে এবং রড দিয়ে পেটানো শুরু করে।

এতে আমার ভাই গুরুতর আহত হয় এবং আমি ও আমার আর এক ছোট ভাই সেও গুরুতর আহত হয়। আমার মাকেও মারপিট করে। তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সবাইকে দেখলে চিনবো।

তিনি বলেন, আমাদের বাসা ওয়ারী থানার বসুবাজার শক্তি গেট এলাকায়। আমার বাবার নাম. মো আব্দুল মান্নান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কাপ্তান বাজার এলাকা থেকে আহত অবস্থায় তিন ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে আল আমিন নামে এক যুবক মারা যায়। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর