আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৪
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়োজিত হলো কুবি ডিবেটিং সোসাইটির চড়ুইভাতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতার্কিকদের সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে চড়ুইভাতির আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া রিসোর্টে এ আয়োজনটি করা হয়। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।  ডিবেটিং সোসাইটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে দুপুরের খাবারের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
এ আয়োজন নিয়ে ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মূলত এই আয়োজনটি করা হয় শীতের আগমনী বার্তাকে সামনে রেখে আমাদের সোসাইটির সকলের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে। এবার আমাদের সোসাইটির ১৪ তম আবর্তন আয়োজনটি করে, সকলের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভাবে শেষ হয়েছে চড়ুইভাতি। ‘

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর