আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৩
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাত আটটার দিকে নগরের ষোলশহর স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা।

সমাবেশে ছাত্রনেতারা বলেন, বাংলাদেশের পতাকা পুড়িয়ে ও হাই কমিশনে হামলা চালিয়ে বাংলাদেশের মানুষের মনে আঘাত দিয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারকে।

এসময় সমাবেশ থেকে ভারতীয় হাইকমিশনের কাছে ব্যাখা চাওয়ার জন্য সরকারের কাছে দাবিও জানান তারা।

ছাত্রনেতারা বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। আমরা তাদের সেই পাতা ফাঁদে পা দিবো না।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর