বিভিন্ন শিল্পখাতে ৬০০-এর বেশি পদে ২৫০০-এর বেশি চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ নিয়ে ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহনে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘জব উৎসব ২০২৪’।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে ২ দিন ব্যাপী আয়োজিত এই জব উৎসবের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বজায় রাখতে এবং বিশ্ববাজারের চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতার সামঞ্জস্য ঘটাতে এই আয়োজন। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উৎসবে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং পেশাগত উন্নয়নে সহায়তা করার জন্য বিভিন্ন সেশনের আয়োজন করা হয়। এর মধ্যে শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে দৃষ্টিভঙ্গি ও নির্দেশনার জন্য ‘লিডারস টক সেশন’, শিল্পখাতের নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা করার জন্য তিনটি বিশেষ ‘মাস্টারক্লাস সেশন’, চাকরি প্রার্থীদের পেশাদারিত্ব এবং চাকরির জন্য প্রস্তুতি বিষয়ক নির্দেশনা প্রদানের জন্য ‘গ্রমিং সেশন’, চাকরিদাতাদের সরাসরি সিভি জমা দেয়ার জন্য ‘রিজুমে ড্রপ’ এবং সরাসরি নিয়োগের জন্য ‘অন-স্পট ইন্টারভিউ’-এর ব্যবস্থা রয়েছে।