আজ- মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে চ্যানেল বন্ধের ভুয়া খবর ভারতীয় সংবাদমাধ্যমে

বাংলাদেশে সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, এই খবরটি ভুয়া। 

রিউমার স্ক্যানার বলছে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এই দাবিটি প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে বিষয়টি যাচাই করা হয়েছে। এতে ছড়িয়ে পড়া খবরটি গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমন সিদ্ধান্ত হলে আমার জানা থাকত।’

কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী রিউমার স্ক্যানারকে বলেন, কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ছাড়া বর্তমান সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর