জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুনিয়রদের সাথে বসাকে কেন্দ্র
করে দর্শন বিভাগের সিনিয়র-জুনিয়র মারামারির ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি
গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.
মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আইন অনুষদের ডিন মোহাম্মদ ইরফান আজিজকে সভাপতি এবং প্রক্টর ড. মো.
মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং ছাত্র
পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম তদন্ত কমিটিতে
সদস্য হিসেবে রয়েছেন। কমিটিকে পত্র ইস্যুর তারিখ হতে পরবর্তী ১০ (দশ)
কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক লিখিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ
প্রদান করা হয়েছে।
একি দিনে (২৮ নভেম্বর) বিভাগীয় প্রধান তারিকুল ইসলামের সই করা এক
বিজ্ঞপ্তিতে
দর্শন বিভাগের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতেবলা হয় , গত ২৭ নভেম্বর দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে
অন্তঃকোন্দলের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের
পক্ষ থেকে অন্য ব্যাচের শিক্ষার্থীদের ওপর আক্রমণের কিছু আলামত বিভাগের
কাছে এসেছে। বিভাগ মনে করছে, এটি একটি নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি অভিযোগপত্র প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে।
ঘটনার শিকার শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির
একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগের স্থিতিশীলতা ও
সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত ১৬তম ব্যাচ এবং হামলায় অভিযুক্ত বিভাগের
অন্যদের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হলো।