আজ- মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বাইরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে : এমরান সালেহ প্রিন্স

ডিসেম্বর মাসে চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে পতিত ফ্যসিস্ট ও আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে। ডিসেম্বর মাসে আরও চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদ ও ছাত্র-জনতার বিপ্লবের রক্তের শপথ, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ময়মনসিংহ বিভাগীয় জাসাস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাসাসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগীয় জাসাস কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বরও জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস। আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি ৭ নভেম্বরকে ভয় পায় বলেই গত ১৫ বছরে তারা সিপাহী জনতার বিপ্লবের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর