আজ- মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৪
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিউড থেকে বিতাড়িত, এখন হাজার কোটির মালিক এই অভিনেতা!

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছেও থমকে যেতে হয়েছিল এই অভিনেতাকে। বেশ কিছু সফল ছবি দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। এর নেপথ্যে ছিল নানান ঘটনা।

বি-টাউনে সালমান খানের সঙ্গে কলহ ছিল বিবেক ওবেরয়ের। ভাইজানের থেকে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগ ছিল তার। বিবেকের মাঝে বলিউডের পরিচালক-প্রযোজকরা আশার আলো দেখলেও থমকে যেতে হয় বিবেককে। কারণ, ঐশ্বরিয়া রাই ও সালমানের প্রেমের মাঝেও নাকি জড়িয়ে গিয়েছিলেন অভিনেতা।

যদিও পরবর্তীতে নিজেকে ফিরিয়ে এনেছেন বিবেক। সিনেমা থেকে ওয়েব সিরিজ, বিভিন্ন মাধ্যমে কাজ করছেন অভিনেতা। যদিও তার সেই কাজের চাপ খুব একটা চোখে পড়ার মতো ছিল না। কিন্তু তা সত্ত্বেও রণবীর থেকে আল্লু অর্জুনের সম্পত্তির দিক থেকে প্রায় সমান সম্পত্তির মালিক বিবেক। প্রায় ১২০০ কোটি রুপির মালিক এই অভিনেতা!

বলিউড সূত্রের খবর, সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত। এ জন্যই নাকি সালমান তাকে ফোনে হুমকি দিয়েছিলেন। এরপর থেকেই বলিউড থেকে কাজ হারাতে থাকেন বিবেক।

বিবেকের সর্বশেষ ছবি ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’-র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তার কোনও কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।

বিবেককে ‘ইনসাইনড এজ’ সিরিজে দেখা গেছে। দক্ষিণ ভারতেও কাজ করেছেন তিনি। মোহনলালের সঙ্গে ‘লুসিফার’ ছবিতে দেখা গেছে অভিনেতাকে। তবে সিনেমার বাইরে বিবেকের আয় রয়েছে, কারণ গত কয়েক বছরে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। অভিনেতার জমি-বাড়ি সংক্রান্ত ব্যবসা রয়েছে। এছাড়াও ইভেন্ট ম্যানেজেমন্ট সংস্থা রয়েছে। মারজান দ্বীপে ২৩০০ একরের উপর সম্পত্তি রয়েছে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও বিনিয়োগের ব্যবসা রয়েছে তার।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর