কিশোরগঞ্জে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে কিন্তু তার দোসররা ত্যাগ করে নাই । তারা (শেখ হাসিনা) ভারতে বসে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু না হয়, আগামী নির্বাচনে যাতে ব্যাঘাত ঘটে তার ষড়যন্ত্র তারা করছে । তারা সব ধরণের ষড়যন্ত্র করে যাবে । তাই আমাদের সাবধান থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই । তাই আমাদের মাঠে থাকতে হবে।
সিংপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নিকলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, ১ নং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মানিক, জেলা বিএনপির সদস্য ডাঃ কফিল উদ্দিন প্রমুখ ।