চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মনে করিয়ে দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী বলেছেন, ‘দেশের ভেতরে এবং বাইরে বসে যারা বীণ বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলবো।’
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে এসব কথা লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী লিখেছেন, ‘একই সাথে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দেই। আজকে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।’
এদিকে, মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে ‘দেশব্যাপী প্রতিভা সন্ধান’, তরুণদের জন্য ‘তারুণ্যের উৎসব’সহ সাতটি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সাতটি কার্যক্রমের মধ্যে একটি ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’। এ কার্যক্রমের জন্য ৮ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।