চট্টগ্রামে ৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাহাড়তলী থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফারুক দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, শনিবার রাতে পাহাড়তলী থানার সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি সিএনজিচালিক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী ফারুকের কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় ফারুক নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক একটি পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে।