বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অনার বাংলাদেশ। ৩৫ ওয়াট সুপারচার্জ প্রযুক্তিতে চলা অনার এক্স৭সি মডেলের ফোনটিতে ৬ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে সাড়ে ২১ ঘণ্টা পর্যন্ত একটানা অনলাইনে ভিডিও দেখা যায়। চার্জ শেষ হলেও চিন্তা নেই, মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট কথা বলা যাবে ফোনটিতে। ফলে ফোনের ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭৭ ইঞ্চির এইচডি প্লাস পর্দার ফোনটির পেছনে ১০৮ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্স–সুবিধা থাকায় হাত থেকে পড়ে গেলেও ক্ষতি হয় না।