

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে রমনা থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) তাদের আটক করে রমনা থানায় নেয়া হয়। তারা হলেন: মহিউদ্দিন হৃদয় (৩৮) ও রাসেল (৪২)।
জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করা হয় মঞ্চনাটক ‘নিত্যপূরাণ’। কিন্তু দুর্বৃত্তদের তোপের মুখে পড়ে মঞ্চনাটক প্রদর্শনীর মাঝপথেই তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমির সামনে সমাবেশের ডাক দেয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
সমাবেশে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ বলেন, সমাজে যে বৈষম্য, সে বৈষম্যেরও একটা গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই নিত্যপূরাণ নাটক।
তার বক্তব্যের মাঝেই ‘ধর, ধর’ চিৎকারে চারদিকে শোরগোল শুরু হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিক থেকে ডিম ছুড়ে মারা হয়। এরপর সাধারণ জনতা দাবি করা কয়েকজন লোক স্লোগান দিয়ে বলেন, ‘নিত্যপূরাণ’ নাটক প্রদর্শনী আর হতে দেবেন না তারা।
এরপর পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। চারদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারে অবস্থান নেন নাট্যকর্মীরা।
অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মামুনুর রশীদ বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এতে দুষ্কৃতিকারীরা আরও বেপোরোয়া হয়ে ওঠেন। ভবিষ্যতে দেখে নেয়ারও হুমকি দেন।
ন্যক্কারজনক এ হামলার প্রতিবাদ ও দেশে নিরাপদে শিল্পসংস্কৃতির প্রচারের দাবিতে আজ জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ক্ষোভ প্রকাশ করে প্রধান উপদেষ্টার কাছে সমাধান চান নাট্যকর্মীরা। এরপরই দ্রুত তদন্তে মাঠে নামে পুলিশ। আটক করা হয় দুজনকে।