আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০১
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপ: বাংলাদেশের খেলা কবে, কোথায়, কখন

স্পোর্টস ডেস্কযুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত ডিসেম্বরে আরব আমিরাতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। বছর ঘুরে চলে এসেছে যুব এশিয়া কাপের আরেকটি আসর, এবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। দুবাইতে ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান।

ওয়ানডে ফরম্যাটে এই আসরটির ম্যাচগুলো দুই ভেন্যু দুবাই ও শারজাতে হবে। ৮ দলের এই আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। ১ ডিসেম্বর নেপাল ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও জাপান। ৩০ নভেম্বর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের যুবারা মুখোমুখি হবে। একইদিনে শারজায় খেলবে স্বাগতিক আরব আমিরাত ও জাপান। ৪ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে পাকিস্তান ও জাপান এবং শারজায় ভারত-আমিরাত ম্যাচ হবে সেদিন।

৬ ডিসেম্বর দুবাই ও শারজায় দুটি সেমিফাইনাল এবং ৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসরটি।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর