আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:২৯
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরোধীদের দমন করতে গিয়ে হাসিনা নিজেই ধ্বংস হয়েছেন: মাসুদ সাঈদী

প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে এক নায়কতন্ত্র সৃষ্টির লক্ষ্যে কারও পথ ও মতকে প্রধান্য না দিয়ে এবং বিরোধী শিবিরকে নির্যাতন-দমন করতে গিয়ে আজ তিনি নিজেই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।

শনিবার ( ৯ নভেম্বর) বিকেলে নাজিরপুর প্রেস ক্লাবে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক নাজিরপুর উপজেলা জামায়াতের সভাপতি মাষ্টার আব্দুর রাজ্জাক সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মাসুদ সাঈদী বলেন, দেশে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দলের নেতার দুর্নীতির কারণে দেশের ১৮ কোটি মানুষকে এখন অসহনীয় দুর্ভোগ ও কষ্টের মাসুল গুনতে হচ্ছে। মাছের পচন যেমন মাথা থেকে শুরু হয়, তেমনি কোন কোন রাজনৈতিক দলের পচনও তাদের মাথা থেকে শুরু হয়েছে; যার ফলশ্রুতিতে দেশের অবস্থা আজ ভঙ্গুরে পরিণত হয়েছে।  তিনি বলেন, গত ১৭ বছরে দেশে আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কারণে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছিল। ওই কয় বছরে মানুষের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলটির পতন ছিল অনিবার্য। তাই আমাদের মূল্যবোধের অবক্ষয় থেকে বের হয়ে আসতে হবে, অতীতকে ভুলে গিয়ে অনাগত ভবিষ্যত ও প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী রেখে যাওয়াই রাজনীতিবিদ তথা আমাদের সবার কাম্য হওয়া উচিত বলে মনে করেন এই নেতা।

তিনি আরও বলেন, গত ১৭বছরে পিরোজপুরে দুই-একটি ভবন ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সময়ই হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে প্রশাসনের তোষামোদি না করে জনগণের এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পিরোজপুর নাজিরপুর, ইন্দুরকানি গড়ে তুলতে চাই। অবকাঠামোগত উন্নয়নই শুধু জনগণের কাম্য নয়, গুণগত ও মৌলিক উন্নয়নেরও প্রয়োজন রয়েছে। আপনাদের কাছে আছে কলম ও মেধা এই কলম ও মেধা দিয়েই বিশ্বকে জয় করা সম্ভব। এই যে বলেশ্বরের উপর ব্রীজ দেখেন এটাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সময়ে গড়া।

পরিশেষে পিরোজপুর জেলাকে একটি আধুনিক উন্নত ও স্বপ্নের জেলায় পরিণত করাই হোক আমাদের সবার প্রত্যাশা। প্রেস ক্লাবের সভাপতি কেএম সাঈদ এর সভাপতিত্বে ও নাজিরপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস,এম সিপার এর সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video