আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫২
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ঘুরতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

বাংলাদেশে ঘুরতে এসে মারা গেছেন মো. আকবর আলী মন্ডল (৩৮) নামে ভারতীয় এক নাগরিক। রাজধানীর মিরপুর-১০ নম্বরে রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল হোটেলে ছিলেন তিনি।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

আকবর আলীর বন্ধু ফারজু মন্ডল বলেন, ‘আমরা ৬ বন্ধু ভারত থেকে বাংলাদেশে ভ্রমণের জন্য এসেছি। শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর-১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে উঠি। রাতে ঘুমের মধ্যে আকবর আলী হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত মিরপুর-২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, আকবর আলীর বাড়ি মুর্শিদাবাদ জেলা ডোমকল থানারকাটা কোপরা এলাকায়। বাবার নাম মো. আমির উদ্দিন মন্ডল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ ভোর ৪টার দিকে ভারতীয় এক নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video