আজ- সোমবার | ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪২
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের কোয়েটায় রেলস্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি রেলস্টেশনে আজ শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

কোয়েটার বিভাগীয় কমিশনার হামজা শাফকাত নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল।

বেলুচিস্তানের মাস্তুং এলাকার একটি স্কুল ও একটি হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে আটজন নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় নতুন এ বিস্ফোরণের ঘটনা ঘটল।

গত বছর থেকে পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান ও পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদী ঘটনা বাড়তে দেখা গেছে।

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) আজকের এই বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে।

কোয়েটার বিভাগীয় কমিশনার হামজা শাফকাত বলেছেন, ট্রেনসেবা সাময়িক বন্ধ রাখতে রেল কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে প্রশাসন। আহত ব্যক্তিদের জন্য রক্ত দান করতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ বালুচ বলেছেন, ঘটনাস্থলে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি পেশোয়ারের উদ্দেশে রওনা করার প্রস্তুতি নিচ্ছিল।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।

বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় তাদের কাছ থেকে একটি প্রতিবেদন চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর