আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

ব্রিটিশ বিরোধী সংগ্রামী,টংক আন্দোলনের মহা নায়ক,মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা,শ্রমিক কৃষক মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মত বিনিময় সভায় কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক, কমরেড মণি সিংহের সুযোগ্য পুত্র জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ এর সভাপতিত্বে ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর এর এর সঞ্চালনায় সভায় মতবিনিময় করেন মেলা উদযাপন কমিটির অন্যতম সদস্য  অজয় কুমার সাহা, সুসঙ্গস্থ ঢাকা সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর প্রেসক্লাব এর সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এডভোকেট মানেশ সাহা, কবি বিদ্যুৎ সরকার, কবি লোকান্ত শাওন, দুর্গাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ,  দুর্গাপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, কবি, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ মেলা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত ( সাতদিন ব্যাপী)  কমরেড মণি সিংহ মেলা অনুষ্ঠিত হবে এই মর্মে সিদ্ধান্ত হয়।
সাবেক আহবায়ক দূর্গা প্রসাদ তেওয়ারি  প্রয়াত হওয়ায় আহবায়ক পদে আজ সভায় সকলের সম্মতিতে কমরেড ডা. দিবালোক সিংহকে আহবায়ক, অজয় কুমার সাহা ও আব্দুল্লাহ আল মামুন মুকুলকে যুগ্ম আহবায়ক ও কমরেড আলকাছ উদ্দিন মীরকে সমন্বয়কারী পদে নির্বাচিত করা হয়।
উল্লেখ যে, বিপ্লবী নেতা কমরেড মণি সিংহ স্মরণে প্রতি বছর তার ৩১ ডিসেম্বর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে ৭ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর