তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মানুষকে সম্পৃক্ত করার লক্ষে পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জেলা শ্রমিক দলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এ শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: সালাম বাতেন।
পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু , জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহŸায়ক (ঢাকা মহানগর দক্ষিণ) মোহাম্মদ আওয়াল আকন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপাস্থপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের শ্রমিক শ্রেনীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এখনো আমরা পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারিনি আওয়ামীলীগ এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা হতে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে।