আজ- মঙ্গলবার | ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৬
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় চারজন আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণি মন্দিরে গতকাল শুক্রবার রাতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় চারজনকে আটক করেছে সদর থানা–পুলিশ। তবে আজ শনিবার দুপুর পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পৌর এলাকার আজাইপুর ও পিটিআই বস্তি এলাকার মোজাহিদ, বাদল, রানা ও সালেক নামে চারজনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেনি।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস, বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সদর থানার ওসির সঙ্গে কথা বলে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের দামোদরব্রতের অংশ হিসেবে মন্দিরে দীপদান অনুষ্ঠান শেষে শুক্রবার রাত ১০টার দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে মন্দিরের টাইলস বসানো তোরণ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে চরজোতপ্রতাপ, শিবতলাসহ আশপাশের মহল্লা ও গ্রাম থেকে হাজার দেড়েক নারী-পুরুষ জড়ো হয়ে চাঁপাইনবাবগঞ্জ–শিবগঞ্জ সড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হন। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণি মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সদর থানার ওসি এস এম জাকারিয়াসহ অন্যরা।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর