আজ- বুধবার | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুলাউড়ার ছাত্রলীগের রুমেল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেলের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাই গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের জন্য অনেকদিন ধরে কুলাউড়া থানা-পুলিশ সিআইডি তৎপরতা চালিয়ে যাচ্ছে।
শনিবার (০৯ নভেম্বর) সকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন;’ এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এরপর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হয়েছে। এমনকি পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর