আজ- শনিবার | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০২
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরের গোসারহাট বাজারে আগুনে অন্তত দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই

শরীয়তপুরের গোসাইরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে গোসাইরহাটের  দাসেরজঙ্গল বাজারের কাঠপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে পাট, মরিচ, সয়াবিন ও সরিষার ১৫টি গুদাম পুড়ে গেছে।এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দাসেরজঙ্গল বাজারের কাটপট্টি এলাকার আবুবক্কর ডাকুয়ার পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে । মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পাট, মরিচ, সয়াবিন ও সরিষার ১৫টি গুদাম পুড়ে যায়।
গুদামঘরের মালিক আবুবক্কর ডাকুয়াসহ ভুক্তভোগীরা বলেন, গুদামে কীভাবে আগুন লেগেছে জানি না। এই আগুনে আমাদের ১৫টি গুদামঘর পুড়ে গেছে। আমাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের সহযোগিতা চাই।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার  মিল্টন মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

এইরকম আরো খবর