লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কালভৈরব এলাকায় এ ঘটনা ঘটে। ভেলাগুড়ি ইউপি সদস্য আশরাকুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজ হাসান জিহাদ বাবু হাতীবান্ধা উপজেলার মধ্য-কাদমা গ্রামের বাসিন্দা ও ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, শুক্রবার সকালে রংপুরে বোনের বাড়িতে বেড়াতে যান ফিরোজ হাসান জিহাদ বাবু। সেখান থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে কালীগঞ্জের কালভৈরব বাজার পার হয়ে গোডাউন এলাকায় পৌঁছালে একটি কালভার্টে ধাক্কা খেয়ে আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভেলাগুড়ি ইউনিয়নের ৩নং ওর্য়াড সদস্য আশরাকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় জিহাদ বাবুর নিহতের খবর শুনেছি। এভাবে চলে যাবে ভাবতে পারিনি। তিনি অনেক ভালো মানুষ ছিলেন।