ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসা দিনেশ চান যাদব (৫২) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে ময়নাতদন্ত শেষে ভারতীয় হাইকমিশন থেকে ছাড়পত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে রাতেই মরদেহ ভারতে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।
মহিউদ্দিন আহম্মেদ অ্যান্ড সন্স সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, ঢাকার আমদানিকারক রোজ ইন্ডিমেস লিমিটেডের ৩৬৩ কার্টন সুতা নিয়ে ৭ নভেম্বর বৃহস্পতিবার বেনাপোল বন্দরে ট্রাকটি প্রবেশ করে। খালাসের অপেক্ষায় বন্দরের টিটিআই টার্মিনালে ট্রাকটি রাখা ছিল। সেখানে ট্রাক চালকের শ্বাসকষ্ট দেখা দিলে অন্য ভারতীয় ড্রাইভারদের মাধ্যমে জানতে পেরে দ্রুত তাকে ভারতে ফেরত পাঠানোর জন্য নোম্যান্সল্যান্ডে নিয়ে যাওয়া হয়।
পেট্রাপোল বন্দরের প্রতিনিধিরা তাকে ভারতে নিয়ে যেতে দেরি করায় নোম্যান্সল্যান্ডেই তার মৃত্যু হয়। নিহত ট্রাক ড্রাইভার ভারতের আহমেদ নগরের (উত্তর প্রদেশ) জালালপুরের ভাসমাম কমিশিরপুরে বাসিন্দা।
কবির তরফদার বলেন, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় ট্রাক ড্রাইভার শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত বেনাপোল পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানানো হয়। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ অনেক সময় অতিবাহিত করায় তাকে ভারতে পাঠানো সম্ভব হয়নি। নোম্যান্সল্যান্ড থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভারতীয় হাইকমিশন থেকে নো অবজেকশন ছাড়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স ও ডেড সার্টিফিকেট পাওয়ার পর রাতেই মরদেহ ভারতে হস্থান্তরের চেষ্টা চলছে।