বিএনপিতে কোন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর জায়গা হবে না৷ আগামীতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা মাদকমুক্ত উপজেলা করবো বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মার্কেট চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এ জেলার দানব আমির হোসেন আমু ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে এতে জেলার মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ আগামীতে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে এবং তারেক রহমান হবেন এদেশের আগামীর প্রধানমন্ত্রী।
উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথসহ আরো অনেকে