রাজস্ব খাতে বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। প্রতিষ্ঠানটিতে ৪র্থ থেকে ৯ম গ্রেডে ১৩ জনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করে আবেদনের প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট);
১. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ: পুরকৌশল (২টি); তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (২টি) এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান(২টি);
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৫০,০০০—৭১,২০০ টাকা (গ্রেড-৪);
২. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (১টি) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (১টি);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
৩. পদের নাম: প্রভাষক;
বিভাগ: স্থাপত্য বিভাগে (২টি) ও পদার্থবিজ্ঞান (২টি);
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
৪. পদের নাম: প্রোগ্রামার;
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে দরকারি সব তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে আবেদন সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর আবেদনপত্র প্রিন্ট করে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ দরকারি সব কাগজপত্রের হার্ড কপি ১ নম্বর পদের জন্য ১০ সেট, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে;
আবেদন ফি—
অনলাইনে আবেদন সাবমিটের পর How to pay? বাটনে ক্লিক করে পেমেন্টবিষয়ক নির্দেশনা অনুসরণের মাধ্যমে আবেদন ফি হিসেবে ৬০০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে হবে;
আবেদনের হার্ড কপি পাঠাবেন যে ঠিকানায়: রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর;
আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।