আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২৭
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডুয়েটে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

রাজস্ব খাতে বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। প্রতিষ্ঠানটিতে ৪র্থ থেকে ৯ম গ্রেডে ১৩ জনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ ‍ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করে আবেদনের প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট);

১. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: পুরকৌশল (২টি); তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (২টি) এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান(২টি);

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৫০,০০০—৭১,২০০ টাকা (গ্রেড-৪);

২. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (১টি) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (১টি);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: স্থাপত্য বিভাগে (২টি) ও পদার্থবিজ্ঞান (২টি);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৪. পদের নাম: প্রোগ্রামার;

বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০—৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে দরকারি সব তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে আবেদন সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর আবেদনপত্র প্রিন্ট করে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ দরকারি সব কাগজপত্রের হার্ড কপি ১ নম্বর পদের জন্য ১০ সেট, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদন ফি—

অনলাইনে আবেদন সাবমিটের পর How to pay? বাটনে ক্লিক করে পেমেন্টবিষয়ক নির্দেশনা অনুসরণের মাধ্যমে আবেদন ফি হিসেবে ৬০০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে হবে;

আবেদনের হার্ড কপি পাঠাবেন যে ঠিকানায়: রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর;

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video