আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৩
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যক্ষের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ

চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মামুন পারভেজকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় অবরোধ করেন তারা। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো মামলা ছাড়াই গত বুধবার রাতে কুমিল্লা নগরীর বাসা থেকে অধ্যক্ষকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও মামলা ছাড়াই কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নিয়ে ‘মিথ্যা’ মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অধ্যক্ষের মুক্তি দাবি করেন।

কলেজছাত্রী নাদিয়া আফরোজ বলেন, ‘কলেজটি আওয়ামী লীগের এমপি প্রতিষ্ঠাতা করেছেন। এখানে কেউ চাকরি করতে এসে কারাগারে যেতে হবে কেন? মামলায় তো স্যারদের নামও নাই।’

এদিকে অধ্যক্ষসহ দু’জনকে পরপর গ্রেপ্তারের ঘটনায় কলেজের অন্য শিক্ষকদের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, কলেজটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফ। তাই স্থানীয় একটি মহলের ইন্ধনে হয়রানি করতে শিক্ষকদের গ্রেপ্তার করা হচ্ছে

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ‘খবর পেয়ে আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে আনি। এরপর শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ উপজেলা পরিষদেই ছিল। অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পান, সেই বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে।’

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান সমকালকে জানান, বুধবার রাতে নগরীর একটি বাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলির ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video