আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৯
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি ভাতা দেওয়ার নামে ৪ বছর ধরে প্রতারণা, অতঃপর…

সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন ভাতা দেওয়ার নাম মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারকচক্রকে গণধোলাইয়ের পর প্রশাসনের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়ারা হলেন প্রতারকচক্রের মূলহোতা সাতক্ষীরা জেলার শেখ বিল্লাল হোসেন (৪৫) ও তার সহযোগী একই এলাকার আনিসুর রহমান (৩৫)। বিকেল ৪ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতারক আনিসুর রহমানকে ১৫ দিন এবং বিল্লালকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাদেরকে ৩০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পুলিশ অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আটক হওয়া দুই প্রতারক বিভিন্ন সময় ভাতা দেওয়ার নাম করে কাছ থেকে ৫০০ টাকা, আবার কারও থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিতেন। এভাবে প্রায় চার বছর ধরে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান, সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী অপরাধীদের দণ্ডাদেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video