আজ- বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাকৃবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সমাজের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে ‘ফ্যাসিবাদ মোকাবেলায় ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় মূলবক্তব্য পাঠ করেন বাকৃবি তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকার।

ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মকবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

মূলবক্তব্যে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মানুষের উপরে জুলুমের ঘটনাগুলো সাধারণ ভুলে নাই। মুক্তি পালগ মানুষ দেশকে নেতৃত্বদিতে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে নিযুক্ত করেছিল। তিনি আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ির দুর্নাম থেকে মুক্তি দিয়েছে।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের সাথে সংযুক্ত সংগঠনের সদস্যরা ৪ আগস্ট বিপ্লবী মানুষদের বিপক্ষে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, সকল প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী ইতিহাস জানতে হবে। এতদিন ফ্যাসিবাদরা অনেক সত্যকে লুকিয়েছে কিংবা বিকৃত করেছে । ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতা ঢাকার রাজপথে নেমে এসেছিল এবং সেটিই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video

এইরকম আরো খবর