ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা স্বেচ্ছাসেক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য শেখ রাহাত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সিকদার স্বজল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাইনুল ইসলাম মিঠুন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম শেখ প্রমুখ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে টাউন ক্লাব সড়ক হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেন।