ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এ সময় জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নূরুন নাহারের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মো. রশিদুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, জিয়া পরিষদের সহকারী মহাসচিব ওয়ালিউর হাসান পিকুল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস গোলাম মাহফুজ মঞ্জু এবং ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।