আজ- বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৩
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও মঞ্চে গাইবেন হিউ জ্যাকম্যান

বিশ্বজুড়ে তার পরিচিতি অভিনেতা হিসেবেই। ভক্তরা তাকে এক্স-ম্যান সিরিজের উলভেরিন চরিত্রে সবচেয়ে বেশি ভালোবাসেন। তবে অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান সংগীত চর্চার জন্যও যথেষ্ট বিখ্যাত। তিনি সুযোগ পেলেই গান করেন। কনসার্টেও গেয়ে থাকেন।

আবারও ভক্তদের সামনে গায়ক হয়ে আসতে চলেছেন তিনি। আগামী বছর তিনি মঞ্চ মাতাবেন ইংল্যান্ডে।

টনি পুরস্কারজয়ী এবং অস্কার মনোনীত এই অভিনেতা ‘বিএসটি হাইড পার্ক-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। সেখানে সংগীতের ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করবেন। লাইভ অর্কেস্ট্রার পরিবেশনায় তিনি জনপ্রিয় কিছু মিউজিক্যাল পরিবেশনা করবেন। যার মধ্যে রয়েছে লেস মিজারেবল, দ্য গ্রেটেস্ট শোম্যান, দ্য বয় ফ্রম ওজেড এবং দ্য মিউজিক ম্যান।

সংগীতের এই বিশেষ অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‌‘হিউ জ্যাকম্যান: ফ্রম লন্ডন উইথ লাভ’। এটি আগামী বছরের ৬ জুলাই অনুষ্ঠিত হবে। এটি দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর যুক্তরাজ্যে শো করতে যাচ্ছেন হিউ জ্যাকম্যান।২০২৫ সালটি জ্যাকম্যানের জন্য একটি রঙিন বছর হতে চলেছে। কারণ তিনি সম্প্রতি ‘হিউ জ্যাকম্যান লাইভ : ফ্রম নিউ ইয়র্ক উইথ লাভ’ নামের শোয়ের জন্য একটি সিরিজের ঘোষণা দিয়েছেন। এই শোটি ২৪ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত নিউ ইয়র্কের বিখ্যাত রেডিও সিটি মিউজিক হলে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর

ভিডিও সংবাদ

Play Video